কল্যাণ ডেস্ক: যশোরসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ৫০তম মহান বিজয় দিবস। এসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রঃ
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে সকাল ছয়টায় বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সকাল সাড়ে আট টায় নড়াইল জেলা বীরশ্রেষ্ঠ নুর মুহাম্মাদ স্টেডিয়ামে বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার)। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনোদনমূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
বিকাল সাড়ে চারটায় শহীদ বীরশ্রেষ্ঠ নুর মুহাম্মাদ স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও মুক্তি যুদ্ধারা, জেলা প্রশাসক হাবিবুর রহমান, এডিসি জেনারেল ফকরুল ইসলাম, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) সহকারী পুলিশ সুপার ইমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, আওয়ামী লীগ নড়াইল জেলা সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক সর্দার আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তসহ বিভিন্ন রাজনৈতিক সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল প্রতিনিধি জাানন, সকাল ৬:৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বিজয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন স্থানীয় এমপি আফিল উদ্দীন। পরে পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাস্তহারা লীগ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
সকাল ৮টায় শার্শার কাশীপুর শহীদ বীরশ্রেষ্ট্র নুর মোহাম্মাদ’র সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বরের কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, ৭১-এ দেশের যেসব বীর বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে¦ জীবনবাজি রেখে স্বাধীনতাযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন, তাদের প্রতি আমরা বিন¤্র শ্রদ্ধা জানাই। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপজেলা মাঠ প্রাঙ্গনে শার্শা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি।
মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় মণিরামপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়। সকাল ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মণিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে উপজেলা প্যারেড গ্যাউন্ড মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়। সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, থানা, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে থানা চত্বরে তোপধ্বনি ও উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পূস্প মাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সরকারি নলডাঙ্গা ভুষন বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, রোভার স্কাউট ও স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সালাম গ্রহণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন ও থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া।
এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন-এমপি আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন-কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আশরাফ ও থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া। এরপর বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩ টায় ভুষন মাঠে প্রায় ১০ সহ¯্রাধিক মানুষের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ৫০তম সূবর্ণ জয়ন্তীতে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাগআঁচড়া প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে সাতমাইল গরুহাট থেকে একটি বিজয় র্যালি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে এসে শেষ হয়। সেখানে পুস্পমাল্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাগআঁচড়ার সাবেক সাধারণ সম্পাদক সাধন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বাগআঁচড়ার নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কায়বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সুর্যোদয়ের সাথে সাথে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্যঅর্পণ করেন, জেলা প্রশাসন ও সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত, পুলিশ ও বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর প্রর্দশনী, রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরআগে স্টেডিয়ামে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিসের উদ্বোধন করেন-জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন-জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়াম ীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দিবসটিতে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় উন্নতমানের খাবার সরবরাহ, মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে. জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় শহরের পিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন-জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোছনা আরা।
শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মারকাযুল উম্মাহ পাইলট মাদরাসার উদ্যোগে মুজিববর্ষে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার চেয়ারম্যান মুহাম¥াদ জাহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন-যশোর বাঘারপাড়ার ২নং বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন-চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার নির্বাহী পরিচালক কেএম খায়রুল ইসলাম খান।
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি জানান, বৃহস্পতিবার প্রভাতে ঝিকরগাছা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি উদযাপন করে। এসব কর্মসূচিতে অংশ নেয় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কর্তৃপক্ষ সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মোড়ে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা জানানো হয়। পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চেতনা ধরে ‘ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক’ আলোচনা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, থানার ওসি সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্যামল কুমার বসু, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ।
এছাড়াও ঝিকরগাছা পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের উদ্যোগে পৌর ভবনের সামনে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসে মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের মুজিব মোড়ে প্রেরণা-৭১ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দেয়া হয়। এসব কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের ঢল নামে। এ সময় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক দল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি, ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি, সরকারি পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সেনা কর্মকর্তা সালাউদ্দিন মিয়াজী।