নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মবিশ্বাসীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয়েছে রোববার। আগামী ১৫ জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে এ উৎসবের আনুষ্ঠানিকতা। সারা দেশের মতো যশোরেও রথযাত্রা উদযাপনের জন্য বিভিন্ন সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দির ও মন্ডবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
যশোর নীলগঞ্জ মহা শ্মশান, বেজপাড়া পূজা সমিতি মন্দিরে প্রতিবারের মতো এবারো উৎসব আয়োজন হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের আয়োজনে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকেও রওনা হয় রথ। এছাড়াও যশোর রামকৃষ্ণ আশ্রম মিশন, ঝুমঝুমপুর সুবোল দাসের মন্দিরসহ শহরের বিভিন্ন পাড়া মহল্লার মন্দির এবং ব্যক্তিগত মন্দির, ম-বে রথের দড়িতে টান পড়ে। হয় বিশেষ পূজা, পাঠ ও কীর্তনাদি।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দসহ অন্যরা বিকেল সাড়ে চারটায় আশ্রম আঙ্গিনায় রথের টানের আনুষ্ঠানিক শুভ আরম্ভ করেন। যশোর বিসিক এম ইউ সি ফুডস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শ্যামল দাস সিআইপির উদ্যোগে রথযাত্রার উদ্বোধন করেন পরিচালক অঞ্জলী দাস। বিসিক থেকে রথ পরিক্রমা শুরু হয়ে বেজ পাড়া মেঠোপাড়ায় বাসু দত্তের বাড়ীতে শেষ হয়। এদিকে শহরের সবথেকে বড় পরিসরে রথের পরিক্রমা হয়েছে চাঁচড়া দশমহাবিদ্যা মন্দির থেকে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথ। ইসকনের এ আয়োজনের নেতৃত্ব দেন অপার গোবিন্দ দাস।
