নিজস্ব প্রতিবেদক
যশোরস্থ কেশবপুরবাসীর উদ্যোগে শনিবার শহরের অভিজাত রেস্টুরেন্ট লাক্সারি ডাইনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে কেশবপুর উপজেলায় বাড়ি এবং কেশবপুরে লেখাপড়া করেছেন তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ইফতার মাহফিলে যশোরে অবস্থানকারী সরকারি কর্মকর্তা, যশোরে কর্মরত কেশবপুরের ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণ, সরকারি ও বেসরকারি বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকগণ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু, যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম, আদ-দ্বীন হাসাপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ও নূরুল ইসলাম ডায়বেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. আবদুল্লাহ আল গাদ্দাফী রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুরের সভাপতি ডা. গোলাম মোস্তফা, বাংলাদেশ কৃষকলীগ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, ডা. সিফাত প্রমুখ।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটিতে ছিলেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের প্রকৌশলী কামাল হোসেন, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম জনি, সরকারি সিটি কলেজের প্রভাষক মিনহাজুল কবীর রানা, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মাসুদ রানা জয়, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম, সিটি কলেজের প্রভাষক আব্দুর রহিম, ব্যাংকার শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সন্ধ্যায় ইফতার মাহফিল সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক জামাল উদ্দীন।