নিজস্ব প্রতিবেদক
যশোরস্থ ‘ঝিকরগাছা কল্যাণ সমিতি’র মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনভর আনন্দ, আড্ডা, হই-হুল্লোড় আর উৎসবের মাঝে যেন সবাই ফিরে গিয়েছিল নিজ জনপদে। আড্ডা তারুণ্য ভর করেছিল সবার মনে।
শুক্রবার দিনভর যশোর শহরের অদূরে বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে উপজেলার কৃতিসন্তানদের এই মিলনমেলা ঝিকরগাছাবাসীদের জন্য এক অন্যনা ঘটনার জন্ম দিল। যশোরস্থ ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ সাবেক শিক্ষার্থীদের (৮০ দশক থেকে বর্তমান) নিয়ে বিশাল আয়োজন ছিল চোখে পড়ার মতো।
দুপুরে খাওয়ার পরে সমিতির কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মনজুরুল হোসেন মুকুল। মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুর রহমান, সমাজকর্মী খন্দকার আজিজুল হক মনি, অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, ডাক্তার শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মুকুল হায়দার, আব্দুল মোমিন, যুবমহিলা নেত্রী মঞ্জুর নাহার নাজনীন সোনালী, মোস্তাফিজুর রহমান আজাদ, বদরুদ্দীন বিল্টু, শামসুর রহমান, শিক্ষক বিমল রায়, মিজানুর রহমান, মনজুর আলম নোমান, আবু মুসা মধু, নিয়ামত ইলাহী, মেহেদী প্রমুখ।
এ সময় মনজুরুল হোসেন মুকুলকে প্রধান করে একটি উপকমিটি করা হয়। উপদেষ্টা কমিটি আগামী রমজান মাসে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।
ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষাসম্পন্ন করে যশোরে কর্মের সূত্রে বসবাস করা ব্যক্তিরা এ সমিতির সদস্য হতে পারবেন।