নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আলোচিত স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলার দুই আসামি চঞ্চল আহমেদ ও আশিকুর রহমান আকাশ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তাদেরকে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন।
আসামি চঞ্চল আহমেদ বেজপাড়া বনানী রোডের আক্কাস আলীর ছেলে এবং আশিকুর রহমান আকাশ একই এলাকার খোকন শেখের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর রাতে নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের নুরুন্নাহার হোমিও হল নামে একটি ওষুধের দোকানের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন বুনো আসাদ। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুনো আসাদ। এ ঘটনায় তার ভাই সাহিদুর রহমান চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
সর্বশেষ
- সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘রাহুল-প্রিয়াঙ্কা মডেলে’ ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন হাসিনা
- স্কুলে মোবাইল নিষিদ্ধ করার কী ফল পেল নিউজিল্যান্ড
- আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত
- বেনাপোলে সীমান্তে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
- অবকাঠামো নির্মাণে জমি বরাদ্দ ও দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি
- ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী
- মানবতাবিরোধী অপরাধে অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচন, চাকরিতে অযোগ্য