নিজস্ব প্রতিবেদক :
পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের উদ্যোগে ৭৬ জন থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্তের কার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের চাঁচড়া ডালমিলস্থ পিকেএস’র নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ মোকছিমুল বারী অপু। বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি আতিকুর রহমান টিকু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও কোষাধ্যক্ষ মাহফুজুল হক ফারুক।
এছাড়া রোগীর অভিভাবক চাঁচড়া ডালমিল এলাকার নজরুল ইসলাম ও সদরের পতেঙ্গালী গ্রামের রিজিয়া বেগম অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
প্রসঙ্গত, গেল বছর যশোর পিকেএস ৩৭টি মেডিকেল ক্যাম্প করে। ক্যাম্পে ১৮ হাজার ৫৭ জন রোগী সেবা গ্রহণ করে। এছাড়াও পিকেএস ক্লিনিকের আউটডোর থেকে ৯ হাজার ৩৭ জন রোগী সেবা নিয়েছে। দুই হাজার ৩৪৩ জনকে ছানি অপারেশন এবং এক হাজার একশ ৪৭ জনকে চশমা বিতরণ করা হয়। ১৪৬ জন থ্যালাসেমিয়া রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়।
আলোচনা শেষে উপস্থিত থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে নিবন্ধনপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।