নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মঞ্চ নাটকে সামগ্রিকভাবে নারীর মেধার মূল্যায়নে খুলনা বিভাগ থেকে ‘তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা-২০২৩’ পাচ্ছেন ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর’র অভিনয়শিল্পী সাবিকুন নাহার কাকলী। বিশ্ব নারী দিবস উপলক্ষে আগামী ৮ মার্চ বুধবার এ সম্মাননা প্রদান করা হবে। আট বিভাগের আট নারী অভিনয়শিল্পীকে এ সম্মাননা দেয়া হবে।
যশোরের সাবিকুন নাহার কাকলী সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় ১৯৮৫ সালের ১ আগস্ট জন্ম গ্রহণ করেন। ছোট বেলা থেকেই পারিবারিক প্রতিবন্ধকতা রুখে স্কুলে বা বাইরে সুযোগ পেলেই গান ও নাচ করতেন। ২০০৯ সালে তিনি যশোর শহরের ষষ্টিতলা পাড়াতে চন্দন বিশ্বাসের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। শ^শুর বাড়ির সবাই সংস্কৃতিমনা হওয়ায় নাটকে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেন। এরপর ঐতিবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর’র সাথে সম্পৃক্ত হন। এখানেই তার নাটকের হাতে খড়ি। এ পর্যন্ত তিনি বিবর্তনের মঞ্চ নাটক ‘কৈবর্তগাথা’, ‘মাতব্রিং’, ‘রাজা প্রতাপাদিত্য’ ও ‘বিসর্জন’ নাটকে গুরুত্ব চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বিবর্তনের অন্তত ১৫টি পথ নাটকে নানা চরিত্রে অভিনয় করেছেন। দিল্লীতে ২০১৭ সালে থিয়েটার অলিম্পিকে তার দল ও তিনি অংশ গ্রহণ করে।
এছাড়া তিনি বিটিভিতে ‘কাঁচের পুতুল’, চ্যানেল আইতে ‘তিন পাগলের হলো মেলা’ ও ‘হাত বাড়িয়ে দাও’ এবং ডিবিসিতে ‘রুনার গল্প’ নাটকে অভিনয় করেছেন।
কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী সায়েম সামাদ জানান, প্রতি বছর মঞ্চ নাটকের বিভিন্ন ক্ষেত্রে নারীর মেধার মূল্যায়নে সিটি গ্রুপ ও কাঁচখেলা রেপার্টরি থিয়েটার যৌথভাবে এই সম্মাননা প্রদান করছে। আমরা মনে করি, নারীর মেধার মূল্যায়নের মাধ্যমে মঞ্চ নাটক নারীর অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে।
সম্মাননাপ্রাপ্ত অন্যরা হলেন- ঢাকা বিভাগ থেকে বটতলা থিয়েটারের কাজী রোকসানা রুমা, চট্টগ্রাম বিভাগ থেকে কালপুরুষ নাট্য সম্প্রদায়ের শুভ্রা বিশ্বাস, রাজশাহী বিভাগ থেকে সংশপ্তক থিয়েটারের নিভা সরকার পূর্ণিমা, রংপুর বিভাগ থেকে দিনাজপুর নাট্য সমিতির রেনু আরা বেগম, বরিশাল বিভাগ থেকে শব্দাবলী গ্রুপ থিয়েটারের তন্দ্রা মল্লিক, সিলেট বিভাগ থেকে মনিপুরী থিয়েটারের জ্যোতি সিনহা এবং ময়মনসিংহ বিভাগ থেকে সাহিত্য সংসদ নাট্য প্রকল্প ও মুকুল ফৌজ সাংস্কৃতিক একাডেমির অভিনেত্রী আনোয়ারা সুলতানা পাবেন ‘তীর-কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২৩’।
আরও পড়ুন:সিরিঞ্জ সংকটে বন্ধ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম
