নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চৌরাস্তা মোড়ের ঐতিহ্যবাহী কেশশ্রী সেলুনের সত্ত্বাধিকারী রাজকুমার রায় (৮৮) আর নেই। বুধবার রাত ১১টার দিকে তিনি যশোর শহরের বেজপাড়া গয়ারাম রোডস্থ নিজ বাড়িতে পরলোকগমন করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলগঞ্জ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মৃতের ছেলে সাবেক সমবায় কর্মকর্তা দীপক কুমার রায় জানান, শহরের চৌরাস্তায় ১৯৬০ সালে তার বাবা কেশশ্রী সেলুন প্রতিষ্ঠা করেন। সেখানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটো, সাবেক এমপি আলী রেজা রাজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের পদচারণা ছিল। গত ২ বছর আগে তিনি করোনায় আক্রান্ত হবার পর থেকে অস্স্থু অবস্থায় ছিলেন।
এদিকে রাজকুমার রায়ের মৃত্যুর খবরে তাকে দেখতে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ রোকেয়া পারভীন ডলি, কাউন্সিলর মোকসিমুল বারী অপু, শেখ রাশেদ আব্বাস রাজ, বাবলু কুমার নাথ প্রমুখ।
