নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়ার রনি হত্যা মামলায় আলোচিত নুরু মহুরির ছেলে ইসরাজুলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। ইসরাজুল সদরের ভাতুড়িয়া নারানপুর গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর সন্ধ্যায় রনি তার বাড়িতে ছিল। এ সময় আসামি রকি ও রবি তাকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর বর্মনপাড়ার মুক্তেশ্বরী নদীর ধারে শ্মশান ঘাটে নিয়ে রনিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা কুপিয়ে হত্যা করে। এরপর লাশ গোপন করার জন্য আসামিরা রনিকে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেয়। রাতে রনি বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয়। পর দিন মুক্তেশ্বরী নদীতে রনির লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা ছয়েরা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইসরাজুল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম কারাগারে আটক ইসরাজুলের পাঁচ দিনের রিমান্ড চেয়ে গত ১৩ এপ্রিল আদালতে আবেদন করেন। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।