নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার আশরাফুল কবির শিকদারকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার গভীর রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন কোতোয়ালি থানার এসআই রোকনুজ্জামান। পরে তাকে বিস্ফোরক মামলায় আদালতে চালান দেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শিকদার ওই এলাকার মৃত রাকিব শিকদারের ছেলে।
পুলিশ জানায়, কবির শিকদারের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। গত ৪ মার্চ বিকেলে খড়কি দক্ষিণ পাড়ায় অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এসময় কবির পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এরপর থেকেই কবির আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে পুলিশ মধ্যরাতে ষষ্ঠীতলায় অভিযান চালিয়ে কবির শিকদারকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রোকনুজ্জামান বলেন, তার সহযোগিদের গ্রেপ্তার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।