নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলায় কারাগরে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত সন্ত্রাসী শংকরপুরের আমজাদ হোসেন আকাশকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী আসামি আকাশকে এই মামলায় সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি আকাশ শহরের শংকরপুর আশ্রম রোডের আব্দুল হাকিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১৫ নভেম্বর দিবাগত রাতে ডিবি পুলিশ বেজাপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ডিবি পুলিশ বেজপাড়া কবরস্থান এলাকার রাফাত নামের একজনের বাড়ির ছাদ থেকে ইয়াসিন আরাফার ওরফে হুজুর ইয়াসিন ও আকাশকে আটক করা হয়। এসময় ইয়াসিনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও আকাশের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৪ টি চাকু ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এই ঘটনায় তৎকালীন এসআই তোফায়েল আহম্মেদ বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্লা আটক দুই আসামিকে অভিযুক্ত করে ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলার বিচার চলাকালে অভিযুক্ত দুই আসামি আদালত থেকে জমিনে মুক্তি পায়।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে এই মামলার আরেক আসামি হুজুর ইয়াসিন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যহতি দেয়া হয়। সাক্ষ্য গ্রহণ শেষে গত ২৯ এপ্রিল এ মালার রায়ে আসামি আকাশকে ১৯ এর (এ) ধারায় ১০ বছর ও ১৯ এর (চ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত আকাশ জমিনে মুক্তি পেয়ে পলাতক ছিল।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানিয়েছেন, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আকাশ পলাতক ছিলো। পরবর্তীতে জানা যায়, একটি হত্যা মামলায় আকাশ কারাগারে আটক আছে। মঙ্গলবার আদালতের আদেশে আকাশকে কারাকর্তৃপক্ষ আদালতে হাজির করে। বিচারক আকাশকে অস্ত্র মামলায় সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।