নিজস্ব প্রতিবেদক
জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে জাতীয় যুব কাউন্সিলের নির্বাচন ২০২৩। নির্বাচনে অংশগ্রহণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুব কাউন্সিলের সদস্যগণ। দেশের প্রতিটি জেলার বাছাইকৃত সদস্যদের নিয়ে জাতীয় যুব কাউন্সিল নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। এনির্বাচনে মাসুদ-জহির-দীপ-তানজিনুল প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থিত করেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা যশোরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডি এবং প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় যুব পুরস্কার বিজয়ী জহির ইকবাল নান্নু। এ নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ২২টি পদে বিপুল ভোটে জয়লাভ করে মাসুদ-জহির-দ্বীপ-তানজিনুল প্যানেল।
এ নির্বাচনে তাদের প্যানেল হতে বিজয়ীগণ হলেন সভাপতি পদে মাসুদ আলম, সাধারণ সম্পাদক পদে তানজিনুল ইসলাম, সহ-সভাপতি ১ পদে তৌহিদুল ইসলাম দ্বীপ এবং সহ-সভাপতি ২ পদে জহির ইকবাল নান্নু ও অন্যান্য। অপর দিকে অন্য একটি প্যানেল হতে বাকী ৫ জন কাউন্সিলর নির্বাচনে জয়লাভ করেন। এ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দিনব্যাপী। ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় ভোটার ও বিজয়ী প্যানেলের উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। বিজয়ের পর জহির ইকবাল তার অভিব্যক্তিতে প্যানেলকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি অপর প্যানেল হতে বিজয়ী কাউন্সিলরগণকেও অভিনন্দন জানান। এ সময় তিনি সকলকে সাথে নিয়ে দেশের যুব সমাজের কল্যাণে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সকলকে সাথে নিয়ে তার প্যানেল নিরলসভাবে কাজ করে যাবে। এসময় তিনি যুব কাউন্সিলকে সফল করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। নির্বাচিত এ কাউন্সিলটি আগামী দুই বছরের মেয়াদে যুব উন্নয়ন অধিদপ্তর এর অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
