নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে আরো ৭ জন ক্রয় করেছেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা। এর আগে দুই দিনে মনোনয়ন ফরম ক্রয় করেন ৩১ নেতাকর্মী।
রোববার যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবিএম আহসানুল হক, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিব, যশোর-৫ (মণিরামপুর) বর্তমান সংসদ স্বপন ভট্টচার্য্য ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বারী দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। যশোর-৬ (কেশবপুর) বর্তমান সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তৃতীয় দিনে যশোর-১ আসন (শার্শা) এদিন নতুন করে কোন প্রার্থী আর মনোনয়ন ক্রয় করেনি। এর আগে বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও সাবেক মেয়র আশরাফুল আলম লিটনসহ ৫ নেতা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছিলেন। এবং যশোর-৩ (সদর) ও যশোর-৪ (অভয়নগর -বাঘারপাড়া) এদিন কোন প্রার্থী দলীয় ফরম কেনার তথ্য পাওয়া যায়নি।