নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠুর উদ্যোগে জেলায় কর্মরত পত্রিকার বিপণনকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে প্রায় দুইশত বিপণনকর্মীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক টেলিগ্রামের সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্ব হোসেনসহ নেতৃবৃন্দ। ঈদ উপহার পেয়ে কর্মীরা আসাদুজামান মিঠুকে ধন্যবাদ জানান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু বলেন, আপনারা সংবাদপত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে পাঠকের হাতে খবরের কাগজ পৌঁছে দেন। এজন্য ঈদে সামান্য উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য।