নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের পালবাড়িতে নতুন আউটলেট উদ্বোধন করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার বিকেলে পালবাড়ির চাকলাদার ভবনে এই নতুন আউটলেটটির যাত্রা শুরু হয়েছে। নতুন এই আউটলেটে থাকছে সপ্তাহব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ডেন্টাল সার্জনস ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি যশোরের প্রধান প্রকৌশলী আবু হাসান ও স্বপ্ন’র এরিয়া ম্যানেজার রাসেল আল মামুন।
প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্ল্যা বলেন, স্বপ্ন একটি সুপরিচিত চেইন সুপারশপ। ভালো পণ্য রাখলে স্বপ্ন বেশ ভালো ব্যবসা করবে।
স্বপ্ন’র এরিয়া ম্যানেজার রাসেল আল মামুন বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এই এলাকার সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত কেনাকাটা করবেন। আমরা মানসম্মত পণ্য গ্রাহকদের সরবরাহ করে থাকি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার চাকলাদার, আব্দুস সবুর চাকলাদার, আসাদ চাকলাদার, আশিক চাকলাদার, আরিফ চাকলাদার, এবিএম জাহাঙ্গীর আহমেদ লাইট, স্বপ্ন’র পালবাড়ি শাখার কর্মকর্তা আনিছুর রহমান ও মাসুদ রানাসহ স্থানীয়রা।
