নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কেফায়েত নগর গ্রামের খাইরুল ইসলাম নামে প্রতিবন্ধী এক যুবককে গুমের অভিযোগ উঠেছে। এই ঘটনায় খাইরুল ইসলামের বোন বিলকিস খাতুন ঝিনাইদহের কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, যশোর সদর উপজেলার শহিদ ইসলাম ও মহিদ হোসেন।
বাদীর অভিযোগে জানা গেছে, প্রতিবন্ধী খাইরুল ইসলামকে প্রথমে ঝিনাইদহের বারবাজারের মাছ বাজারে নিয়ে যান ওই দুইজন। পরে সেখান থেকে খাইরুলকে গুম করা হয়েছে। তার ছোট ভাই খাইরুলের ব্রেইনের সমস্যা রয়েছে। নিজে ইচ্ছায় চলাফেরা করতে পারে না। মানসিক প্রতিবন্ধী হওয়ায় সারাক্ষণ বাড়িতেই থাকেন। শহিদ ও মহিদ মাছের ব্যবসা করে। গত ৮ জুন কৌশলে মাছ বিক্রির কথা বলে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে খাইরুলকে বারবাজার মাছ বাজারে নিয়ে যান। এরপর থেকেই খাইরুলকে আর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন শহিদ ও মহিদ তার ভাইকে গুম করে রেখেছে। বাধ্য হয়ে তিনি ১৮ জুন থানায় অভিযোগ দেন।
এদিকে, অপর একটি সূত্র জানায় পূর্বশক্রতার জেরে এ ধরণের ঘটনা ঘটতে পারে। এরমধ্যে গোপন কিছু রহস্য রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।