নিজস্ব প্রতিবেদক: যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন তিনি। খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে রোববার ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) যশোরের পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন। সোমবার পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।
শুধুই তাই নয়, বিভাগের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন যশোরের ‘ক’ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম)। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। এরবাইরেও বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ ও এএসআই মুরাদ শেখকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) নজরুল ইসলামসহ খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা।