আ. লীগের নাশকতা পরিকল্পনার প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা ও ঝটিকা মিছিলের প্রতিবাদে যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সন্ধ্যা রাতে যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, বিএনপির সুলতান আহমেদ, রিয়াজ উদ্দিন, এজাজ উদ্দিন টিপু, রবিউল ইসলাম বাবু, শেলি চৌধুরী, যুবনেতা জ্যোতি, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
এদিকে, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত রেলগেট সংলগ্ন মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান বাবু, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আওয়ামী লীগের দমননীতি ও নাশকতার প্রতিবাদে বক্তব্য দেন। একই দিনে যশোরের অন্যান্য ওয়ার্ডেও বিএনপির অনুরূপ কর্মসূচি পালিত হয়।