নিজস্ব প্রতিবেদক
যশোরের বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নতুন ধারার ইতিবাচক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে দেশের ছাত্র রাজনীতির গৌরবাজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সোমবার যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে তিনি মতবিনিময় করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে বিগত দিনে ছাত্রলীগের নারকীয় তা-বসহ নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরে বলেন, বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রলীগের সন্ত্রাসীরা ভীতির সংস্কৃতি চালু করেছিল। শিক্ষার কোন সুষ্ঠু পরিবেশ ছিল না। বিশেষ করে ক্যাম্পাসে ছাত্রলীগের নারকীয় তা-ব, অস্ত্রের মহড়া, কিংবা দখল দারিত্বের বিষয়টি তুলে ধরেন শিক্ষার্থীরা। তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বলেন, এখন থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস হবে সাধারণ শিক্ষার্থীদের। এখানে ছাত্রলীগ সন্ত্রাসীদের কোন অস্ত্রের ঝনঝনানি চলবে না। পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কেউ জোর পূর্বক কোন দলীয় কর্মসূচিতে নিয়ে যেতে পারবে না। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান হবে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির যশোর মেডিকেল কলেজ, সরকারি সিটি কলেজ এবং নাভারণ ডিগ্রি কলেজে গিয়ে সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং বৃক্ষরোপন করেন। এছাড়া তিনি বাঘারপাড়ার জামিয়া ইসলামীয়া কওমিয়া মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান পলাশ, গাজী সাদ্দাম হোসেন, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
