নিজস্ব প্রতিবেদক
যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানের মধ্যে ছিল দেয়ালিকা উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সরকারি এমএম কলেজ :
সরকারি মাইকেল মধুসূদন (এমএম) মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এসএম শফিকুল ইসলাম, প্রফেসর শিরিনা খাতুন, সহযোগী অধ্যাপক নিতীশ কর্মকার, সহকারী অধ্যাপক আহসান মোহাম্মদ ইকরামুল কবীর, প্রভাষক জান্নাত আরা প্রমুখ। এর আগে অধ্যক্ষ শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করেন।
সরকারি মহিলা কলেজ :
সরকারি মহিলা কলেজের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ। অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুল হক খান, ২৫ মার্চ পালন কমিটির আহ্বায়ক নাসিরুল ইসলাম বিশ্বাস। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আশরাফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের প্রধান রেজভী জামান, অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মাহবুবা আখতার ছন্দা, ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অহনা বিশ্বাস প্রমুখ। আলোচনা সভার পর দেয়ালিকার উদ্বোধন করা হয়।
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ :
শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক কল্যাণ সরকার, অভিভাবক সদস্য মোশারেফ হোসেন প্রমুখ। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যশোর জিলা স্কুল :
জিলা স্কুলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিবা মোহাম্মদ মহিউদ্দীন, সহকারী প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান প্রমুখ। পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান।