নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সরকারি এমএম কলেজ : শিক্ষক মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, প্রফেসর আখতার হোসেন, সহযোগী অধ্যাপক নিতীশ চন্দ্র কর্মকার, সহকারী অধ্যাপক আব্দুল মমিন, কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন স¤্রাট, ওহিদুল ইসলাম রাবী প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক মেহেদী হাসান। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারি মহিলা কলেজ : সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ। অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান, অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবীব। প্রভাষক দীপ্তিক মিত্রের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী শিলা বসু, জেসমিনা মুর্শিদ প্রমুখ।
আব্দুর রাজ্জাক কলেজ : আব্দুর রাজ্জাক মিউনিপ্যাল কলেজে আলোচনা, দোয়া ও শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়। কলেজের শিক্ষক মিলনায়তনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক আব্দুল গফুর, প্রভাষক ফাতেমা খাতুন, প্রভাষক জসিম উদ্দীন প্রমুখ।
যশোর জিলা স্কুল : যশোর জিলা স্কুলে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সহকারী প্রধান শিক্ষক সেলিমা খাতুন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

যশোর শিক্ষা বোর্ড : যশোর শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর আহসান হাবীব। কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক মাকসুদ আল হাবীব বাপু, সহকারী সচিব কমন মুজিবুল হক, ক্রীড়া অফিসার আফম আশাফুদ্দৌলা টিটো, উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান বাবলু প্রমুখ। পরিচালনা করেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসান।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট : হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের উদ্যাগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। প্রধান বক্তা ছিলেন তপন কুমার ঘোষ, বিশেষ অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর প্রদীপ কুমার নাথ বাবলু। সভাপতিত্ব করেন বেজপাড়া সার্বজনীন পূজা মন্দির’র সভাপতি সুশীল কুমার বিশ্বাস।