কল্যাণ রিপোর্ট
‘যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান (বিএলএফ) বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
বইটির লেখক মুক্তিযুদ্ধের সূর্যসৈনিক সৈয়দ নাজমুল হোসেন মনা। যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে তিনি বইটি লিখেছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আব্দার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়। আলোচকবৃন্দ বইটিতে ৭১’এর মুক্তিযুদ্ধ ও তৎকালীন রাজনীতি বিষয়ে লেখকের দূরদর্শী উপস্থাপনার ভূয়শী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে উপহার হিসেবে এক কপি করে বই দেয়া হয়।