নিজস্ব প্রতিবেদক
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের হায়দার আলীকে হত্যার ৮ বছর পর ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নিহতের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই ঘটনায় থানায় আর কোন মামলা হয়েছে কিনা প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এমএ গফুর।
আসামিরা হলেন, উত্তর ললিতাদাহ গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে সাদ্দাম মির্জা, মৃত মহসিনের ছেলে জামাল হোসেন, মৃত আব্দুর রহিমের ছেলে ইব্রাহিম হোসেন, মৃত আব্দুল জলিল বর্গীর ছেলে ওবাইদুর রহমান বাবু, মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ হোসেন ও মুরাদগড় গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সাজেদুর রহমান মিন্টু।
মামলার বিবরণ মতে, ওবাইদুর রহমান বাবুর সাথে জমি সংক্রান্তে বিরোধ চলছিল হায়দার আলীর। আসামিরা হায়দার আলীর জমি দখলের জন্য তাকে খুন-জখমের পরিকল্পনা করে। ২০১৬ সালের ৬ ডিসেম্বর বিকেলে সাতমাইল বাজারে যান হায়দার আলী। ওইদিন আসামি মিন্টুর রড-সিমেন্টের দোকানের সামনে গেলে হায়দার আলীকে কুপিয়ে গুরুতর জখম করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায় অন্যরা। বাজারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন হায়দার আলীকে স্বজনেরা ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় হায়দার আলী ১৫ ডিসেম্বর মারা যান। আসামিরা প্রভাবশালী হওয়ায় এই হত্যার ঘটনায় থানায় মামলা করা যায়নি। বর্তমানে পরিবেশ অনুকূলে আশায় তিনি আদালতে এই মামলাটি করেছেন।