অভয়নগর (যশোর) প্রতিনিধি
আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’র দ্বিতীয় ম্যাচ খেলাটি রোববার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলায় যশোরের শামসুল হুদা ফুটবল একাদশ ২-১ গোলে পরাজিত করেছে ঝিনাইদহ ফুটবল একাদশকে।
খেলার ১৫ মিনিটে শামসুল হুদা একাডেমির ৯ নং জার্সিধারী খেলোয়াড় মঈন ১ টি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয় এবং প্রথমার্ধের খেলা শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে ৫ মিনিটে আত্মঘাতী গোলে আরও একটি গোল হজম করে (২-০) গোলে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটি ঝিনাইদহের ৮ নং জার্সিধারী খেলোয়াড় তামজিদ ১ টি গোল করে (২-১) গোলে পিছিয়ে থাকে। ২য় খেলায় ঝিনাইদহের মিলটন ম্যান অব দ্যা মাচ নির্বাচিত হয়। দ্বিতীয় খেলায় অতিথি ছিলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন ইব্রাহিম হোসেন, হাবিবুর রহমান, সুব্রত মণ্ডল ও আজিজুর রহমান। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়। আগামী ৩০শে জানুয়ারি মঙ্গলবার একই মাঠে খুলনা বিকেএসপি বনাম খুলনা শেখ কামাল স্মৃতি সংসদের মধ্যে ২য় খেলা অনুষ্ঠিত হবে।