নিজস্ব প্রতিবেদক
যশোরের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস গুরুতর অসুস্থ। তিনি খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমান তার অবস্থা আশাঙ্কামুক্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুকুমার দাস।
পরে স্বজনেরা তাকে শহরের বেসরকারি কুইন্স হসপিটালে এবং তার পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্যে খুলনায় নেয়ার পরামর্শ দেন। রাতেই তাকে খুলনা সিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। কোন রকম সময়ক্ষেপন না করে রাতেই হার্টে রিং পরানো হয়েছে। তার নিকট আত্মীয় পান্না দে জানান, হাসপাতালের সিসিইউতে এখন অনেকটা ভালো আছেন সুকুমার দাস। খাবার খেয়েছেন এবং কথাও বলছেন। সুকুমার দাসকে আজ শুক্রবার দুপুরে জেনারেল বেডে নেওয়া হবে।