নিজস্ব প্রতিবেদক
যশোরের ১০০ বীর মুক্তিযোদ্ধাকে অর্থ উপহার দিয়েছে জেলা পরিষদ। গতকাল সোমবার দুপুরে জেলা পরিষদ সভাকক্ষে ২০২২-২৩ অর্থ বছরের নিজস্ব তহবিলের অর্থায়নে প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান পিকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা লুৎফার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, সংরক্ষিত ওয়ার্ড সদস্য রেহেনা খাতুন। চেক বিতরণের আগে শার্শার গোড়পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাই মদ্দিনের মৃত্যুতে (সোমবার মৃত্যুবরণ করেন) এক মিনিট নিরবতা পালন করা হয়।