নিজস্ব প্রতিবেদক
যশোরে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির ‘মৈত্রী চিত্রভাস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামি ৯ ফেব্রুয়ারি থেকে চারদিন ব্যাপী যশোরের প্রাচ্য গ্যালারিতে আন্তর্জাতিক এই চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী তাদের চিত্রকর্মসহ অংশ নেবেন। মঙ্গলবার দুপুরে প্রাচ্যসংঘে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।
বেনজীন খান আরও জানান, এ প্রদর্শনীর মূল আয়োজক সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। আর এটা তাদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, যার নাম দেওয়া হয়েছে মৈত্রী চিত্রভাস। যশোরে এ আয়োজনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে প্রাচ্যসংঘ। চারদিনের চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির প্রাচ্য আকাদেমির প্রাচ্য গ্যালারি, ওবায়দুল বারী হল (প্রাচ্য অডিটোরিয়াম) ও পুরো প্রাচ্যসংঘ ক্যাম্পাসজুড়ে অনুষ্ঠিত হবে।
চারদিনের এই প্রদর্শনী ও শিল্প শিবিরে ভারতের ৬০ জন এবং বাংলাদেশের ২০ জন শিল্পী তাদের শিল্পকর্মসহ অংশ নেবেন। ভারতের শিল্পীদের আসা, থাকা এবং আনুষঙ্গিক বিষয়াদি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ‘মৈত্রী চিত্রভাস’ উদ্বোধন করবেন তরুণ শিল্পী অকালপ্রয়াত সোহেল প্রাণনের মা সালেহা বেগম। আর আন্তর্জাতিক এ প্রদর্শনীটিও সোহেল প্রাণনের নামেই উৎসর্গ করা হবে।
আরও পড়ুন: ছুটির দিনে মেলে না বিশেষজ্ঞ চিকিৎসক

 
									 
					