নিজস্ব প্রতিবেদক: যশোরে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম (৮০) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ নিজ বাসার উঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছেলে মারুফ হোসেন ও ভাইপো সাজিদুল ইসলাম চয়ন জানিয়েছেন, শেখ আনোয়ারুল ইসলাম যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে তিনি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বাসার উঠানে গ্যাসের সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন। এ সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই নিলুফার জানিয়েছেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে বীর এই মুক্তিযোদ্ধাকে গতকালই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। বিকালে শহরের ঘোপ মাহামুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ঘোপ করব স্থানে তাকে দাফন করা হয়।