নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এইচএমএম রোডস্থ অগ্রণী ব্যাংক বাজার শাখায় বুধবার অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি মহাব্যবস্থাপক ও যশোর অঞ্চল প্রধান গোপাল চন্দ্র গাইন।
যশোর আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বাজার শাখার এসপিও এবং ব্যবস্থাপক শরিফুল ইসলাম।
আনুষ্ঠানে প্রধান অতিথি সর্বজনীন পেনশন স্কিমে সর্বসাধারণের অন্তর্ভুক্তির বিষয়ে নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, এই স্কিমে অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। রাষ্ট্র নিজেই এর গ্যান্টার যার মাধ্যমে আপনাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
