নওয়াপাড়া প্রতিনিধি:
যশোরের অভয়নগরে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে অভয়নগরের নওয়াপাড়ার দেয়াপাড়া গ্রামের সাহারা গ্রুপের একটি শস্য ক্ষেতে অজ্ঞাত এই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নম্বর শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের একজন মহিলা ছাগল চরানোর জন্য নওয়াপাড়া ভৈরব ব্রীজ সংলগ্ন সাহারা গ্রুপের একটি শস্য ক্ষেতে যায়। এ সময় তিনি অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীকে জানায়। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) একেএম শামীম হাসান জানান, একটি অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধার হয়েছে । এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত যুবকের পিঠে দু’টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুজন নিহত