নিজস্ব প্রতিবেদক
চটকদারি বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে যশোরের র্যাব। গত ১২ অক্টোবর রাতে যশোর শহরের নীলগঞ্জ এলাকা থেকে আটকের পর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলো, যশোর শহরের সিটি কলেজপাড়ার হাজী আব্দুল হামিদের ছেলে এবং ওই চক্রের মূল হোতা রাশেদুল হাসান (৪৬), ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও মল্লিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হাসান জানিয়েছেন, আসামিরা দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম দিয়ে অনলাইন বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের চাকরি দেয়ার জন্য প্রলোভন দেখায়। সেখানে রেলওয়ের টিটি, সিকিউরিটি গার্ড, রিক্রুটিং মার্কেটিং অফিসার ও গান ম্যানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলা হয়। ওই বিজ্ঞাপন দেখে ২৫/৩০ জন বেকার তরুণ-তরুণী সেখানে আসে এবং প্রত্যেককে তিন হাজার তিনশ’ টাকা করে জামানত দিয়ে দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানে চাকরি নেয়। এরপর একেকজন করে আলাদা ডেকে সরকারি চাকরির জন্য তিন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।
ঠিক তেমনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের কাছেদ সিকদারের মেয়ে সোমা খাতুনও টাকা জমা দিয়েছেন। সোমা তার ভাই বায়েজিদ বোস্তামিকে জানান। বায়েজিদ বোস্তামি গত ১০ অক্টোবর র্যাব ক্যাম্পে অবহিত করেন। ১২ অক্টোবর নীলগঞ্জ এলাকার ভুয়া একটি কোম্পানির অফিসে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালাতে ব্যর্থ হয়ে র্যাবের হাতে আটক হয় তিনজন। তারা কোম্পানির স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পাশাপাশি তারা চটকদারি বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওই কোম্পানির নাম করে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও স্বীকার করেছে।
র্যাব কোম্পানি কমান্ডার আরও জানান, ইতিপূর্বে এই প্রতারক চক্র ঢাকার মধ্য বাড্ডা লিংক রোডে ইউনিক ফোর্স নামে একটি ভুয়া কোম্পানি খুলে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ইউনিক ফোর্স প্রতিষ্ঠানে রাশেদুল হাসান ছিলেন কথিত ম্যানেজিং ডাইরেক্টর, আশরাফুল ও শরিফুল ইসলাম ছিলেন অ্যাডমিন অফিসার। ইউনিক ফোর্স প্রতিষ্ঠানের প্রতারণা জানাজানি হলে সেখানেও র্যাব-১ অভিযান পরিচালনা করে। এসময় তারা পালিয়ে যায়। পরবর্তীতে প্রতারক চক্রটি যশোরে দেশ সেফটি ফোর্স প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান খুলে তাদের প্রতারণামূলক কার্যক্রম অব্যাহত রেখেছিল।
অভিযোগকারী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে। শুক্রবার আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আল মামুন।