নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্মাতক (সম্মান) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফরম পূরণ ফি বাড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বক্তারা বলেন, উচ্চশিক্ষা সহজলভ্য করার বদলে খরচ ক্রমেই বেড়ে চলেছে, যা শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক। বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম টিপু, সরকারি এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সাবেক মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ’র নেতৃত্বে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমানের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।