নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে যশোরে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার জিমনেসিয়াম এই ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়।
অনূর্ধ্ব-১২ ক্রিকেটারদের নিয়ে উৎসবের আমেজে প্রতিযোগিতার আবহ সৃষ্টি করতে এ প্রতিযোগিতার আয়োজন। যশোরে বাছাইকৃত ৪৮ জনকে নিয়ে বাংলাদেশের বৃহৎ ছয় নদী যমুনা, কর্নফুলি, সুরমা, পদ্মা, মেঘনা ও বুড়িগঙ্গা নামে ৬টি দল তৈরি করা হয়। ছয় দলের মধ্যে যমুনা চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে কর্নফুলিকে। ফাইনালে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ১ রান।
ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে তিন উইকেট হারিয়ে ১১০ রান করে যমুনা। জবাব দিতে নেমে ১০৯ রান সংগ্রহ করে কর্ণফুলি। যমুনা ব্যাটিং ইনিংসে আব্দুল্লাহ ২০, দলের অপর ব্যাটার আব্দুল্লাহ অপরাজিত ৩০, সাহান অপরাজিত ৪০ ও নায়েম অপরাজিত সাত রান করেন। বল হাতে কর্ণফুলির হুসাইন ও নাঈম নিয়েছেন একটি করে উইকেট। কর্ণফুলির ব্যাটিং ইনিংসে মাহিন ২১, তন্ময় অপরাজিত ৩০ ও তারিফ করেন অপরাজিত ১২ রান। বল হাতে যমুনার মুন নিয়েছেন একটি উইকেট।
সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছেন পদ্মার আপন। তিনি করেছেন ৮৬ রান। সর্বোচ্চ উইকেট নিয়েছেন সুরমা দলের সাদাত। তিনি নিয়েছেন চারটি উইকেট। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যমুনার সাহান। তিনি সাত বলে করেন ৪০ রান। এছাড়া তিনি প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন। তিনি রান করেছেন ১০২, পাশাপাশি নিয়েছেন দু’টি উইকেট।
এর আগে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, ডাক্তার শওকত হায়দার। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নিবাস হালদার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক আজিম, সাবেক ক্রিকেটার আসাদুল্লাহ খান বিপ্লব প্রমুখ।
বিকেলে একই স্থানে এমআর এন্টারপ্রাইজের সৌজন্য চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক শাহারিয়ার সাকিবের পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহি সদস্য শামীম এজাজ, যশোর বয়স ভিত্তিক ক্রিকেট দলের কোচ গৌতম দত্ত, সঞ্জয় দত্ত, খুলনা বিভাগীয় দলের উইকেটকিপার ব্যাটার ইমরানুজ্জামান, বাঁহাতি স্পিনার টিপু সুলতান প্রমুখ।