নিজস্ব প্রতিবেদক
যশোরে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা। যশোর সুইমিংপুলে এ প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়। বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায়, জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সুপার এর স্বাক্ষর সম্মিলিত প্রতিষ্ঠানের প্যাডে প্রতিযোগিদের তালিকাসহ সুইমিংপুলে যথাসময়ে প্রতিযোগিদের উপস্থিত থাকতে হবে। জেলা ক্রীড়া অফিসার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বয়স প্রমাণের জন্য পিএসসি/জেএসসি’র রেজিস্ট্রেশন কার্ড ও ডিজিটাল জন্মসনদের ফটোকপি জমা দিতে হবে।