নিজস্ব প্রতিবেদক
যশোরে তৃণমূল পর্যায়ের অনূর্ধ্ব-১৬ জুডো প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন গ্যালারির তৃতীয় তলায় প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।
জুডো পরিষদের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ, এবিএম আখতারুজ্জামান, জুডো পরিষদের সম্পাদক সৈয়দ আলী আনোয়ার, জাতীয় জুডো প্রশিক্ষক একেএম আজাদ।
জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় যশোর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় দশ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে ১৬ জন ছেলে ও সমসংখ্যক মেয়ে অংশ নেবেন বলে জানানো হয়েছে।