নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলকার তাইজুল ইসলাম জিতু ও তার স্ত্রীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার অপহৃত জিতুর স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো শহরের শংকরপুরের মানিক, জুয়েল ও সদরের ভাতুড়িয়া গ্রামের নুর জামাল।
মামলার অভিযোগে জানা গেছে, অপহৃত জিতু আসামিদের পূর্ব পরিচিত। গত ৩ ডিসেম্বর জিতু কাজের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে দুপুরে বাসায় ফিরছে বলে ফোনে তার স্ত্রী রেশমা খাতুনকে জানান। সময়মত জিতু বাসায় না ফেরায় খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয়ে তার স্ত্রী ৬ ডিসেম্বর কোতয়ালি থানায় জিডি করেন। ১৮ ডিসেম্বর আসামি মানিক ফোন করে জিতুর সন্ধান দিতে তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামি মানিক তার উপর ক্ষিপ্ত হয়। চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৯টার দিকে জিতুর স্ত্রী তার ভাড়া বাসা থেকে পাশে পিতার বাসায় যাওয়ার পথে আসামি মানিকের বাড়ির সামনে পৌঁছালে মানিকসহ অপর আসামিরা তাকে অপহরণ করে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে তাকে হত্যা ও তার স্বামীকে ফেরত দেবেনা বলে হুমকি দেয়। আসামিরা চাঁদার দাবিতে জিতুকে অপরহরণ করে গুম ও খুন জখমের হুমকির অভিযোগে তিনি আদালতে মামলা করেছেন।