নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সোমবার শহরের শংকরপুর চোপদারপাড়া ও বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এর আগে রোববার শহরের দড়াটানা মোড় থেকে যশোর কুইন্স হাসপাতাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গত ২২ আগস্ট ভৈরব নদের দক্ষিণ পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। সেটি এখনো চলমান। এছাড়া ২৮ আগস্ট জেনারেল হাসপাতালের সামনেসহ বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এদিনের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। অভিযান পরিচালনাকালে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, লাইটিং সমস্যার সমাধান, ময়লা আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত ও পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পৌর প্রশাসক প্রাথমিকভাবে ১০০ দিনের কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচির আওতায় আমরা শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছি।