নিজস্ব প্রতিবেদক
অর্ধকোটি টাকা চাঁদা দাবিতে যশোরের এক ঠিকাদারের দুই সহযোগিকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী সাইজ্জামান ওরফে দাতাল বাবুসহ দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত ১ জানুয়ারি রাতে যশোর শহরের বিমান বন্দর সড়ক আরবপুরে এই ঘটনা ঘটে।
আসামি দাতাল বাবু আরবপুর এলাকার হাসেম বিশ্বাসের ছেলে এবং একই এলাকার রেজাউল ইসলাম। বাদী আকবর হোসেন যশোর ক্যান্টনমেন্টে ঠিকাদারী ব্যবসা করেন। তিনি শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা।
তিনি অভিযোগে বলেছেন, আসামি দাতাল বাবু প্রায় মাসখানেক আগে থেকে বাদীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। দিতে রাজি না হওয়ায় তাকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত ১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাদীর ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার নুরুন্নবী এবং তার ফুফাতো ভাই রনিকে মোবাইল ফোনে ডেকে নেয় বাবু। তাদের দুইজনকে শহরের আরবপুর রেল লাইনের দক্ষিণ পাশে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। এরপর ওই দুইজনকে দিয়ে বাদীকে ডেকে নেয়ার জন্য বলা হয়। কিন্তু বাদীকে ডেকে নিতে রাজি না হওয়ায় তাদের দুইজনকে এলোপাতাড়ি মারপিট করে বাবুর নেতৃত্বে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।