নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া সাড়াপোল গ্রামের পাটক্ষেত থেকে মোজাহার বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে দূর্গন্ধ পেয়ে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এলাকার হরিচানের পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। মোজাহার বিশ্বাস শহরতলী সাড়াপোল গ্রামের মৃত হোসেন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, এদিন দুপুর থেকে ওই এলাকায় প্রচন্ড দূর্গন্ধ আসতে থাকে। প্রথমে তারা ভেবেছিলেন অর্ধগলিত কোনো প্রাণীর লাশ। পরবর্তীতে তারা সেখানে গিয়ে দেখে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পরে আছে। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে মৃতের মেয়ে জেসমিন নাহার জানান, গত ১৬ জুন দুপুর দেড়টার দিকে মোজাহার বিশ্বাস বাড়িতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু তার কোন খোঁজ না পেয়ে কোতোয়ালি থানায় ১৮ জুন সাধারণ ডায়েরি করেন। যার নাম্বার ১১৪৫/২০২৪। তিনি আরও জানান, মোজাহার বিশ্বাস মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তিনি মাঝে মধ্যে কাউকে কিছুু না বলে বাড়ি থেকে চলে যেতেন। তবে স্ট্রোক জনিত কারণে তিনি মারা যেতে পারেন বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে অবস্থান করছেন। বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশের উপরের অংশ পচে গেছে। এছাড়া সর্বশরীর ফোলা। তবে ঘটনাটি হত্যা না সাধারণ মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঘটনাস্থল থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।