নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র-গুলি, বার্মিজ চাকু ও ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল আলম বিপুল (২২) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শংকরপুর আশ্রম মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আশরাফুল আলম বিপুল একই এলাকার আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রইচ আহমেদ শংকরপুর আশ্রম মোড়ের জনৈক আব্দুর রহমানের বাড়ির সামনে অভিযান চালান। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানকারী আশরাফুল আলম বিপুল নামে ওই যুবক পালানোর চেষ্টা করেন। সাথে সাথে ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শ্যুটারগান, ১০ রাউন্ড গুলি, ১টি বার্মিজ চাকু ও আড়াইশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আশরাফুল আলম বিপুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় পৃথক মামলা করেছেন এসআই মো. রইচ আহমেদ।