নিজস্ব প্রতিবেদক: যশোরে অস্ত্র মামলায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ আদালতে এই চার্জশিট জমা দেন। ইকবাল হোসেন চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া দাড়িপাড়ার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান চাঁচড়া পূর্বপাড়ার সৈয়দ আব্দুল মালেকের বাড়ির সামনে অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে আটক করেন।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পরনের লুঙ্গির কোমরে গোজা ১টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাতুড়িয়া দাড়িপাড়ায় ইকবাল হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ওয়ান শ্যুটারগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
এ ঘটনায় আটক ইকবাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে হওয়া মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ কুমার দাশ।