নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র আইনের একটি মামলায় ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই মিহির মন্ডল এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ, শহিদুল ইসলামের ছেলে শরিফ ওরফে ব্লাক শরিফ, মামুনের ছেলে শান্ত ও ফারুক শেখের ছেলে রানা।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের এসআই জয়ন্ত সরকার শহরের বেজপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় তিনি ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেন। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অস্ত্র মামলার তদন্ত শেষে আটক ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই মিহির মন্ডল।