নিজস্ব প্রতিবেদক
যশোরে অস্ত্র মামলায় শুকুর আলী ওরফে পংখিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ^াস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত শুকুর আলী যশোর সদর উপজেলার সোনাডাঙ্গা-গাবতলা সরদারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৬ নভেম্বর বিকেলে কোতোয়ালি থানা পুলিশ যশোর সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের কবিরাজ বাড়ি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ভাবে শুকুর, তাইজুল ও শহিনকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই আমির আব্বাস আটক তিনজনসহ কানা রুবেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ১৫ মে এই মামলার চার্জ শুনানিতে আসামি শুকুর ও তাইজুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ও অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় অব্যহতি দেওয়া হয়।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শুকুর আলী ওরফে পংখির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১৯ এ চ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও সাত বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত শুকুর ওরফে পংখি পলাতক রয়েছে।