নিজস্ব প্রতিবেদক
যশোরে নিয়োগ পরীক্ষা শেষে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই পা ভেঙ্গে গেছে এক চাকরি প্রত্যাশীর। তিনি সদরের ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের শুকুমার বিশ্বাসের ছেলে তনু বিশ্বাস (২৩)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের পিতা শুকুমার দাস বলেন, যশোর মেডিকেল কলেজের অফিস সহায়ক পদে চাকরি পত্যাশী ছিলো তনু। আজ (গতকাল) বিকেলে সেখানে চাকরির লিখিত পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে প্রেসক্লাব যশোরের সামনে দ্রুত গতির একটি অ্যাম্বুলেন্স অভারটেক করার সময় তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিনুল হক রিজভী বলেন, তার দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার বুকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। অবস্থা আশংকাজনক।