নিজস্ব প্রতিবেদক
যশোরে বর্ণাঢ্য আয়োজনে পেশাজীবী প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আইইবি যশোর কার্যালয় প্রাঙ্গণে রোববার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন আইইবি যশোর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু। পরে প্রকৌশলীদের অংশগ্রহণে আইইবি যশোর কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু। আইইবি যশোরের চেয়ারম্যান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক মিলন রহমান। বক্তব্য রাখেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, ওজোপাডিকো যশোরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইফতেখার আলম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।
