নিজস্ব প্রতিবেদক
যশোরে শুরু হয়েছে আইডিয়ার ‘লস প্রজেক্ট’। পবিত্র রমজান মাসকে সামনে রেখে যশোরের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আইডিয়া সমাজকল্যাণ সংস্থা এ উদ্যোগ নিয়েছে। পুরো রমজান মাসজুড়ে নিস্ন ও মধ্যবিত্ত ৫শ পরিবারকে বাজার মূল্যের অর্ধেক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
মানব কল্যাণে আমরা ঠকতে চাই’এই স্লোগানে শহরের খড়কিতে অবস্থিত আইডিয়া পিঠাপার্কে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতবার সকাল থেকে পণ্য বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। আয়োজকরা জানান, লস প্রোজেক্টের আওতায় রমজান মাসজুড়ে ৫শ পরিবারের কাছে লোকসানে পণ্য বিক্রি করা হবে। প্রতি পরিবার সপ্তাহে একবার করে মোট চারবার এই বাজার করার সুযোগ পাবেন। এই লস প্রজক্টে যে ৯টি পণ্য দেয়া হচ্ছে তার বাজারমূল্য ১২শ ৮৭ টাকা হলেও এই প্রজেক্টের সুবিধাভোগীরা পাচ্ছেন ৫শ ৫০ টাকায়। আর দ্রব্যমূল্যের চোখরাঙানির এই বাজারে লস প্রজেক্ট হাসি ফুটিয়েছে ৫শ পরিবারের মুখে।
সুবিধাভোগীরা বলছেন, বর্তমান বাজারের প্রায় প্রত্যেকটি পণ্যের দামই আকশছোয়া। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে যদি আইডিয়ার লস প্রজেক্ট না থাকতো তাহলে আমরা দিশেহারা হয়ে যেতাম। এখন রমজান মাসটা স্বাচ্ছন্দে পার করতে পারবো।
আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীর লোকেরা কারো কাছে হাত পাততে পারে না। কারো অনুদানও গ্রহণ করতে লজ্জাবোধ করেন। আর রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে মধ্যবিত্তের যে দুঃশ্চিন্তার কারণ হয়, তার জবাবে তরুণ স্বেচ্ছাসেবীদের এই আয়োজন।
লস প্রোজেক্টে ৫৪ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় পাঁচ কেজি, ২৫ টাকা কেজি দরের আলু ১০ টাকায়, ১শ ৪০ টকা দরের ডাল ৪০ টাকায়, ১শ ২০ টাকা দরের চিনি ৪৫টাকায়, ১শ ৯০ টাকা লিটারের তেল ১শ ২০ টাকায়, ৪৫ টাকার পেয়াজ ২০ টাকা, ৯৫ টাকার ছোলা ৬০ টাকা, ৬০ টাকার চিড়া ২০ টাকা ও ৩শ ২০ টাকার খেজুর ১শ টকায় ক্রয় করতে পারবেন সুবিধাভোগীরা।
আরও পড়ুন:যশোরে গেল বছর আক্রান্ত পাঁচ সহস্রাধিক, মৃত্যু ২৪
