নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর কার্যালয়ের সামনে নতুন ভবনের। নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা: আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, অ্যাডভোকেট দেবাশীস দাস, অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, এম ইদ্রীস আলী, অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, অ্যাডভোকেট মইনুল হক খান ময়না, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি গোলাম মোস্তফা, আলমগীর ছিদ্দিকী, যুগ্মসম্পাদক নুর আলম পান্নু প্রমুখ।