নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে জেলা স্টেডিয়ামে যশোর জেলা আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। পবিত্র গ্রন্থ থেকে আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বিকালে আওয়ামী লীগ সভাপতির অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা থাকলেও আওয়ামী লীগের হাজার হাজার সমর্থক-কর্মী ইতোমধ্যে সকাল থেকে রঙিন টি-শার্ট ও টুপি পরে শামসুল হুদা স্টেডিয়াম ভরিয়ে দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুবুল আলম হানিফ, এএফএম বাহাউদ্দিন নাসিম, স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ নৌকার আকৃতির মঞ্চে উপস্থিত রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চকদার এমপি এ কর্মসূচি পরিচালনা করছেন।
প্রধানমন্ত্রীর আগমনের পর, যশোর এখন একটি উৎসবমুখর শহরে পরিণত হয়েছে, যখন সকল স্তরের মানুষ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা উৎসাহী হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফা কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে বৃহস্পতিবার সকালে যশোরে পৌঁছান।
যশোরে জনসভার মাধ্যমে সারা দেশে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রচার শুরু হবে। এরপর ৪ ডিসেম্বর চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এক দলীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এসব জনসভায় দলীয় সভাপতি জনগণের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছেও নতুন বার্তা দেবেন।
যশোর জেলা আওয়ামী লীগের নেতারা জানান, জনসভায় ১০ লাখ মানুষের সমাগমের লক্ষ্য রয়েছে। যশোর ও তৎসংলগ্ন জেলার সব উপজেলাসহ খুলনা বিভাগের ১০ জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনসভায় অংশ নেবেন।