নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরের আকাশ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ও র্যাব) সদস্যরা। তারা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার সোহেল রানা ও খালধার রোড এলাকার মামুন সরদার ওরফে নিরব।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, পিবিআই শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কোতোয়ালি থানার সামনে থেকে রানাকে গ্রেপ্তার করে। এছাড়া র্যাব-৬ যশোরের সদস্যরা মামুনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে শনিবার আদালতে সোপার্দ করলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এরআগে এ মামলার অপর দুই আসামি অনিক হাসান অনি ও আব্দুল আলিম ওরফে ছোট আকাশকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে সোপর্দ করে। তারা হত্যার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে শহরের শংকরপুরে খুন হন আকাশ সরদার। তিনি শংকরপুর বটতলা মসজিদ এলাকার তোতা সরদার ওরফে মেজোর ছেলে। এ ঘটনায় নিহতের মা ফরিদা খাতুন ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে।