নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। তিনি বলেন, ‘আজকের পত্রিকা শুরু থেকেই পাঠকের মন জয় করে চলেছেন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে মানুষের দৃষ্টি সেদিকে যায়, স্বল্পসময়ে আজকের পত্রিকা সেই কাজটিই করেছে। যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবির নান্টু, এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হামিদুল হক শাহিন, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রহমান। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব থেকে র্যালি বের হয়।
